করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়াল

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। গত ১১ জানুয়ারিতে করোনায় প্রথম মৃত্যু হয়েছিল। এর প্রায় তিন মাস পর গত ১১ এপ্রিল বিশ্বে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ায়। এর মাত্র ১৫ দিনের মধ্যেই আরও ১ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।
ছবি জনস হপকিন্সের ওয়েবসাইট থেকে নেওয়া

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। গত ১১ জানুয়ারিতে করোনায় প্রথম মৃত্যু হয়েছিল। এর প্রায় তিন মাস পর গত ১১ এপ্রিল বিশ্বে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ায়। এর মাত্র ১৫ দিনের মধ্যেই আরও ১ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। 

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখের বেশি মানুষ। মারা গেছেন ২ লাখ ৬৯৮, সুস্থ হয়েছেন ৮ লাখ ৩ হাজার জন।

গত শুক্রবার, বিশ্বে সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৯ লাখ ১৯ হাজারের বেশি।

গত মার্চে যুক্তরাষ্ট্রে করোনায় সর্বোচ্চ ২ লাখ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস টাস্কফোর্সের সদস্য ডা. ফউসি।

শনিবার, যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৫৪।

ইউরোপের সর্বোচ্চ আক্রান্ত দেশ স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭৫৯। মারা গেছেন ২২ হাজার ৯০২ জন।

ইউরোপের আরেক দেশ ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৯৯৪ জন, মারা গেছেন ২৫ হাজার ৯৬৯ জন।

গতবছর ডিসেম্বরের শেষদিকে চীনের উহান শহরে প্রথম কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দেখা যায়। মাত্র পাঁচ মাসের মধ্যেই বিশ্বের ১৮৫টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। একবিংশ শতাব্দীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় মহামারি কোভিড-১৯।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, আগের দুই করোনাভাইরাস সার্স ও মার্সের তুলনায় কোভিড-১৯ সংক্রমণের দিক থেকে অনেক বেশি শক্তিশালী।

ডব্লিউএইচও’র হিসাব অনুযায়ী, ২০০৩ সালে সার্স (সিভিয়ার অ্যাকুইটি রেসপিরেটরি সিনড্রোম) করোনাভাইরাসে মারা যান ৭৭৪ জন। মোট আক্রান্ত হয়েছিলেন ৮ হাজার ৯৮ জন।

অন্যদিকে, ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আরেক করোনাভাইরাস মার্সে (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৯৪, মারা গেছেন ৮৫৮ জন।

Comments

The Daily Star  | English

A war where every rule is being violated: Doctors without Borders

Médecins Sans Frontières (MSF), also known as Doctors without Borders, today called for an immediate and sustained ceasefire in Gaza to stop killing of civilians and allow for the delivery of desperately-needed humanitarian aid

19m ago