করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়াল, মোট মৃত্যু ১৪৫

দেশে নতুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে পাঁচ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১৪৫ জন।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
সবশেষ আজ দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫ হাজার ৪১৬ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ৪১৮। এ ছাড়া মারা গেছেন আরও পাঁচ জন। এ নিয়ে মোট মৃত্যু ১৪৫।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
সেই হিসাবে দেশে প্রথম মৃত্যুর পর ৩৯ দিনে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জন এবং প্রথম আক্রান্তের পর ৪৯ দিনে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪১৬ জনে পৌঁছেছে।
আরও পড়ুন:
Comments