কুড়িগ্রামে বাবা-মেয়েসহ একই পরিবারের ৩ জন করোনা আক্রান্ত
কুড়িগ্রামের সদর উপজেলায় ঢাকার কেরানীগঞ্জ থেকে যাওয়া বাবা ও পাঁচ বছরের মেয়েসহ একই পরিবারের তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সদর উপজেলায় চার জনের করোনা শনাক্ত হলো।
কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নজরুল ইসলাম জানান, ওই পরিবারের পাঁচ সদস্য গত ২০ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের নিজ বাড়িতে ফেরেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ ওই দিনই পাঁচ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। আজ রোববার তাদের পরীক্ষার ফলে বাবা-মেয়েসহ তিন সদস্যের করোনা পজিটিভ আসে।
কুড়িগ্রাম জেলায় এ পর্যন্ত ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় চার জন, রৌমারী উপজেলায় তিন জন এবং ফুলবাড়ী ও চিলমারী উপজেলায় একজন করে রোগী শনাক্ত হয়েছে। এরা সবাই জেলার বাইরে থেকে নিজের বাড়িতে ফিরেছিলেন।
Comments