ফরিদপুরে জ্বর-কাশি নিয়ে কিশোরীর মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলায় জ্বর, কাশি ও মাথা ব্যথাজনিত উপসর্গ নিয়ে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীর মৃত্যু হয়েছে।
Deadbody_Corona
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরের সদরপুর উপজেলায় জ্বর, কাশি ও মাথা ব্যথাজনিত উপসর্গ নিয়ে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর ১টার দিকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যায় ১৪ বছরের ওই কিশোরী। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

এই কিশোরী গত আটদিন ধরে জ্বরে ভুগছিল। তার বাড়ি সদরপুরের সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামে।

সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার বলেন, আমরা জেনেছি ওই কিশোরী দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিল। গত কয়েকদিন ধরে তার জ্বর, কাশি ও মাথা ব্যথা ছিল। তবে তার কোন শ্বাসকষ্ট ছিল না।

সদরপুরের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ওমর ফয়সাল বলেন, ওই কিশোরীর মরদেহ থেকে নমুনা নিয়ে সিভিল সার্জনের মাধ্যমে ফরিদপুর মেডিকেল কলেজে করোনা ল্যাবে পাঠানো হয়েছে।

Comments