ঠাকুরগাঁওয়ে গাজীপুর ফেরত যুবকের করোনা শনাক্ত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গাজীপুর ফেরত এক যুবকের করোনা শনাক্ত করা হয়েছে। তিনি একজন গার্মেন্টসকর্মী।
স্টার অনলাইন গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গাজীপুর ফেরত এক  যুবকের করোনা শনাক্ত করা হয়েছে। তিনি একজন গার্মেন্টসকর্মী।

আজ রবিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি বলেন, ‘গত ২০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ ২৬ এপ্রিল ওই যুবকের রিপোর্ট পজেটিভ আসে।’

এ নিয়ে জেলায় একজন শিশু ও একজন মহিলা সহ এ পর্যন্ত মোট ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।

করোনা শনাক্ত হওয়ার তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন।   

গত ২০ এপ্রিল তিনি গাজীপুর থেকে বালিয়াডাঙ্গীর গ্রামের বাড়িতে ফেরেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যন সমর চ্যাটার্জী জানান ।  

Comments

The Daily Star  | English

Man beaten to death in DU hall

He was suspected to have stolen students' mobile phones

27m ago