লালমনিরহাটে সামাজিক দূরত্ব না মানায় জাপান টোব্যাকোকে জরিমানা

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব না মানায় লালমনিরহাটের আদিতমারীতে অবস্থিত জাপান টোব্যাকো কোম্পানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন এ জরিমানা ধার্য করেন।
তামাক কোম্পানিগুলো সামাজিক দুরত্ব বজায় না রেখে বিভিন্ন স্থানে ক্রয় কেন্দ্র বসিয়ে চাষিদের থেকে তামাক ক্রয় করছে এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন সরেজমিনে এ অভিযান চালান।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, ‘করোনা প্রতিরোধে সামাজিক নিরাপত্তা বজায় রাখতে তামাক কোম্পানির ক্রয় কেন্দ্রে এবং হাট-বাজারে সরকারি নির্দেশ অমান্য করে দোকান-পাট খোলা রাখার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Comments