জনসমাগম ঘটিয়ে চেয়ারম্যানের সালিশি বৈঠক
করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই কুড়িগ্রামে জনসমাগম ঘটিয়ে সালিশি বৈঠকের আয়োজন করার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গতকাল রবিবার বিকালে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরবেশ আলীর ডাকা বৈঠকে প্রায় তিন তিন শ মানুষের সমাগম ঘটে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সালিশি বৈঠকে ছিল উপচেপড়া ভিড়। কেউ সামাজিক দূরত্ব বজায় রাখেননি। অনেকের মুখে ছিল না মাস্ক। জনসমাগম দেখে রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে এলেও কোনো ব্যবস্থা নেননি। তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে বলে তারাও চলে যান।
যোগাযোগ করা হলে তুহিন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জনসমাগম দেখে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। চেয়ারম্যানকে অনুরোধ করি, তিনি যেন সবাইকে বাড়ি চলে যেতে বলেন— এত মানুষ না থাকে। আমরা চলে আসার পরপরই বৈঠক শেষ হয়ে যায়।’
ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য কোব্বাস আলী বলেন, ‘সালিশি বৈঠকে প্রায় তিন শ মানুষ উপস্থিত ছিলেন। সাধ্যমতো চেষ্টা করেও নিরাপদ দূরত্ব নিশ্চিত করা যায়নি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে সরবেশ আলী বলেন, ‘সালিশি বৈঠক হয়েছে তবে সবাই নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখেছেন। আমি এ ব্যাপারে সতর্ক আছি।’
জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব মেটাতে যাদুরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সালিশি বৈঠক ডেকেছিলেন ইউপি চেয়ারম্যান।
Comments