গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
গাজীপুরের পূবাইল সাতপোয়া এলাকায় বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম ওরফে রবি (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভোররাত ১টার দিকে সাতপোয়া ইউনিয়ন পরিষদের সামনে একটি পরিত্যক্ত মাঠের পাশে এ ঘটনা ঘটে। রবিউল ইসলামের বাড়ি টঙ্গী এলাকায়। তার বাবার নাম মানিক মিয়া।’
‘পূবাইল এলাকায় র্যাব-১ এর একটি দল টহল দিচ্ছিল। সাতপোয়া ইউনিয়ন পরিষদের সামনে পরিত্যক্ত একটি মাঠের পাশে কমপক্ষে পাঁচ সদস্যের অস্ত্রধারী সন্ত্রাসী দল আগে থেকেই অবস্থান নিয়ে ছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালাতে শুরু করে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে এক র্যাব সদস্য আহত হন এবং ওই যুবকের মৃত্যু হয়। তবে বাকিদের আটক করা সম্ভব হয়নি’— বলেন কামরুজ্জামান।
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা পাওয়া গেছে। রবিউলের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ১৪টি মামলা আছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আহত র্যাব সদস্য ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’
Comments