ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ৫ দিন বয়সী শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা পাঁচ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার উপজেলার তেলিপাড়ায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম।
পরিবার সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল শহরের একটি ক্লিনিকে ওই শিশুর জন্ম হয়। পরে গতকাল বিকালে ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়ে শিশুটিকে নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তার বাবা-মা, দাদি। সে সময় ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে পঞ্চগড়গামী একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দাদির কোলে থাকা শিশুটি সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পায়।
শিশুটিকে দ্রুত ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু, তাকে সেখানে নেওয়ার খরচ জোগাড় করে নিয়ে যেতে দুই ঘণ্টার মতো সময় লেগে যায়। রমেক হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই গতকাল সন্ধ্যা ৭টার দিকে শিশুটি মারা যায়।
পরিবার সূত্রে আরও জানা যায়, আড়াই বছর আগে মো. হাফিজুল ইসলাম-তসলিমা বেগমের বিয়ে হয়। দ্বিতীয় সন্তানের মৃত্যুর আগেও একবার অন্তঃসত্ত্বা হয়েছিলেন তসলিমা। তখন প্রায় সাত মাস সময়ে গর্ভেই তার শিশুটির মৃত্যু হয়। সর্বশেষ গত ২১ এপ্রিল একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘আমরা ইতোমধ্যে ট্রাকের নম্বর বের করেছি। চালককে আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগীর পরিবারকে যত দ্রুত সম্ভব থানায় মামলা দায়ের করতে বলা হয়েছে।’
Comments