পরিবেশ দূষণের অভিযোগে পোলট্রি ফার্ম বন্ধ, মালিককে জরিমানা
পরিবেশ দূষণের অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া গ্রামে একটি পোলট্রি ফার্ম বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এর মালিককে জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার বিকালে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পোলট্রি ফার্ম এলাকা পরিদর্শন শেষে এই আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন।
তিনি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া নাজমা পোলট্রি ফার্মের কার্যক্রম বন্ধ রাখতে বলেন। একই সঙ্গে এর মালিক নাসিমুল ইসলামকে (২৮) পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
আজ সোমবার সকালে ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিয়ম বহির্ভূতভাবে পোলট্রি ফার্মের কার্যক্রম পরিচালনার কারণে আশেপাশের এলাকায় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে স্থানীয় গ্রামবাসী অভিযোগ করলে পরিবেশ রক্ষার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
Comments