হাইমচরে কৃষক হত্যার অভিযোগে আটক ২
চাঁদপুরের হাইমচরের চরপোড়ামুখী গ্রামে কৃষক মো. মিস্টার রাঢ়ী (৩৮) হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দুজনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
আজ সোমবার সকালে চরপোড়ামুখী গ্রাম থেকে তাদের আটক করা হয়। তবে এই হত্যাকাণ্ডের অভিযুক্ত মূল পরিকল্পনাকারীকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
হাইমচর থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, ‘মিস্টার রাঢ়ী হত্যা মামালায় সন্দেহজনক হিসেবে এই দুজনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক ওই দুজনকে আজ বিকেলে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গত ২২ এপ্রিল বুধবার বিকেল ৫ টায় চরপোড়ামুখী বাদশা রাঢ়ীর সুপারী বাগানে মিষ্টার রাঢ়ীকে হত্যা করা হয়। ২৩ এপ্রিল সকালে এলাকাবাসী তার লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। এই ঘটনায় ওইদিনই মিস্টারের বাবা হাশিম রাঢ়ী বাদী হয়ে অজ্ঞাত নামা আসামি উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
Comments