প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জুতা সেলাই করে ২০ হাজার টাকা
করোনা পরিস্থিতিতে যখন কেউ কেউ দুর্যোগের সুযোগ নিচ্ছেন, তখন নিজের সামর্থ্যটুকু নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কেউ তৈরি করছেন অনন্য দৃষ্টান্ত।
তেমনি একজন রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের দলিত সম্প্রদায়ের মিলন রবিদাস (৩৭)। পেশা জুতা সেলাই করা।
সোমবার দুপুরে মিলন তার জমানো ২০ হাজার টাকা করোনা দুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভুঁইয়ার হাতে এই টাকা তুলে দেন তিনি।
জানা যায়, অভাবের কারণে পঞ্চম শ্রেণিতেই পড়ালেখার পাঠ শেষ করতে হয় মিলনের। প্রায় বিশ বছর বাবা মতিলালের মৃত্যুর পর সংসারের হাল ধরেন তিনি। যা আয় হয় তা দিয়েই মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে অন্যের জমিতে বসবাস করছেন। নিজে দুই শতাংশ জমি কিনলেও বাড়ি আর বানাতে পারেননি।
কেন এমন উদ্যোগ নিলেন, জানতে চাইলে মিলন রবিদাস দি ডেইলি স্টারকে বলেন, দেশে অনেক সময় অনেক দুর্যোগ এসেছে। তবে করোনা মহামারি ভীষণ নাড়া দিয়েছে। কিন্তু এ যেন এক অন্যরকম দুর্যোগ। এমন দুর্যোগে দেশের জন্য কিছু করতে হবে, এই তাগিদ মনে আসে। আর তাই অন্যের জুতা, স্যান্ডেল সেলাই করে যা আয় করতেন তা থেকে দীর্ঘ দিনের জমানো ২০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেন।
Comments