কক্সবাজারে আরও ৫ জনের করোনা শনাক্ত

কক্সবাজার জেলার আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে আজ ১২২ জনের নমুনা পরীক্ষায় ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচ জন কক্সবাজার জেলার এবং একজন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় করোনা শনাক্ত হওয়া পাঁচ জনের মধ্যে উখিয়ার দুই জন, রামু, মহেশখালী ও চকরিয়ার একজন করে রয়েছেন। রামু ও উখিয়ায় আজই প্রথম করোনা রোগী শনাক্ত হলে। চকরিয়ায় শনাক্ত হওয়া রোগী তৈরি পোশাক কারখানার কর্মী বলে তিনি জানান।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মহেশখালীর নয় জন, টেকনাফের চার জন, সদর উপজেলার দুই জন, চকরিয়ার দুই জন, রামু উপজেলার একজন ও উখিয়ার দুই জন।
Comments