হত্যা ও ধর্ষণের অভিযোগ স্বীকার করে যুবকের জবানবন্দি
গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের চার জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত যুবক হত্যা ও ধর্ষণের অভিযোগ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
আজ সোমবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃত ওই যুবক ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
এতে বলা হয়, গত ২৩ এপ্রিল রাত সাড়ে ১২টার সময় শ্রীপুর উপজেলার আবদার এলাকার প্রবাসী রেজওয়ান হোসেন কাজলেন বাড়িতে মোবাইল ফোন চুরি করতে যান অভিযুক্ত ব্যক্তি। এসময় রান্না ঘর থেকে বটি নিয়ে কাজলের স্ত্রীর শোবার ঘরে গেলে, তাকে দেখে চিৎকার দিলে ফাতেমাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার দুই মেয়ে ও প্রতিবন্ধী ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আহত দুজনকে ধর্ষণ করার পর তিন জনকেই গলা কেটে হত্যা করে ওই যুবক।
গতকাল গাজীপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পিআইবি।
গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকার একটি বাড়ি থেকে গত ২৩ এপ্রিল চার জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
Comments