পালিয়ে যাওয়া করোনা রোগীর খোঁজে পুলিশ
ঢাকার সাভারে করোনাভাইরাসে আক্রান্ত পালিয়ে যাওয়া এক রোগীকে খুঁজছে পুলিশ ও স্বাস্থ্যকর্মী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, গত রোববার উপজেলার এলাকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে জ্বর ও কাশিতে আক্রান্ত ৩২ বছর বয়সী এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দেন। তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।
তিনি বলেন, হাসপাতালে ভর্তি করার জন্য আজ সোমবার তার দেওয়া ঠিকানায় স্বাস্থ্য বিভাগের লোকজনকে পাঠানো হয়েছিল। কিন্তু ওই ঠিকানায় গিয়ে তাকে পাওয়া যায়নি। এরপর থেকেই আক্রান্ত ওই ব্যক্তিকে খোঁজা হচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, পুলিশ বিভিন্ন সূত্র ধরে করোনা আক্রান্ত ব্যক্তির অবস্থান জানার চেষ্টা করছেন। তবে তাকে এখনও পাওয়া যায়নি।
Comments