‘সামান্য গড়বড়েই দর্শকরা ভাবেন ধোনির বিকল্প হতে পারব না’

সীমিত ওভারের ক্রিকেটের ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবে ভাবা হচ্ছে লোকেশ রাহুলকে। কিন্তু টপ অর্ডার এই ব্যাটসম্যান জানিয়েছেন ভারতের হয়ে কিপিং গ্লাভস হাতে নিলেই স্নায়ু চাপ বেড়ে যায় তার। সামান্য নড়বড় হলেই ধোনির নাম নিয়ে তাকে চাপে ফেলে দেন দর্শকরা।

সীমিত ওভারের ক্রিকেটের ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবে ভাবা হচ্ছে লোকেশ রাহুলকে। কিন্তু টপ অর্ডার এই ব্যাটসম্যান জানিয়েছেন ভারতের হয়ে কিপিং গ্লাভস হাতে নিলেই স্নায়ু চাপ বেড়ে যায় তার। সামান্য নড়বড় হলেই ধোনির নাম নিয়ে তাকে চাপে ফেলে দেন দর্শকরা।

গত বিশ্বকাপের পর থেকেই আর ভারতীয় দলে নেই ধোনি। দলে না থাকলেও ৩৮ পেরুনো ভারতের সফলতম অধিনায়ক অবসরও নেননি। তার ভবিষ্যৎ পরিকল্পনা থেকেছে অস্পষ্ট।

তবে টিম কম্বিনেশন আর আগামীর চিন্তায় রাহুলই এই সময়ে আছেন প্রথম পছন্দ হিসেবে। উইকেটকিপিংয়ের স্কিলে ধোনির থেকে পিছিয়ে, কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে সেটা পুষিয়ে তিনি ওয়ানডে, টি-টোয়েন্টিতে সেরা প্যাকেজ হতে পারেন বলে ভাবা হচ্ছে।

ভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে রাহুল খোলামেলাভাবেই বলেছেন, এই দায়িত্বের ভার চাপ তৈরি করছে তার উপর। সামান্য নড়বড় হলেই যে আওয়াজ উঠে ধোনি ধ্বনির,  ‘আমি কিন্তু উইকেট কিপিং আগেও করেছি। আইপিএলে করেছি, কর্ণাটকের হয়ে রঞ্জিতে উইকেটের পেছনে দাঁড়িয়েছি। দলের প্রয়োজনে যেকোনো সময় কিপিং করতে প্রস্তুত।’

‘কিন্তু জাতীয় দলের হয়ে উইকেটকিপিং করতে গেলেই স্নায়ু চাপ বেড়ে যায়। কারণ একটু নড়বড় হলেই দর্শকরা ভাবেন ধোনির বিকল্প হতে পারব না। ধোনির মতো উইকেটকিপারের বিকল্প হিসেবে নিজেকে তৈরি করা বিশাল চাপের। উনার পারফরম্যান্সের সঙ্গে মানুষের অনেক আবেগ।’

উইকেটের পেছনে দাঁড়িয়ে ঠাণ্ডা মাথায় খেলা পড়তে পারার গুণে ধোনি নিজেকে করেছেন আলাদা। লাফিয়ে বল ধরার পাশাপাশি ব্যাটসম্যানের মতিগতি তীক্ষ্ণ নজর রেখে সামান্য সুযোগেও স্ট্যাম্পিং করার জুড়ি নেই তার। এমন একজনের জায়গা নিতে গিয়ে তাই উত্তাপটা টের পাচ্ছেন রাহুল,  ‘ধোনির মতো একজন কিংবদন্তি উইকেট কিপারের জায়গা নেওয়াটা কঠিনই।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago