‘আমার নিকটতম বন্ধুকে হারালাম’
জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘ঘুম থেকে উঠে এরকম একটা মহা দুঃসংবাদ পাবো চিন্তাই করিনি। এই দুঃসংবাদের আকস্মিকতায় এবং গুরুত্বে আমি সম্পূর্ণ নিথর।’
জামিলুর রেজা চৌধুরীকে দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তিনি আমার কর্মকাণ্ডের সঙ্গে সব সময় জড়িত থাকতেন। আজ দুপুর বারোটায় তাঁর সভাপতিত্বে আমাদের একটা টেলিফোন-মিটিং হবার কথা। গতকাল আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আজ তিনি নেই।’
বার্তায় আরও বলা হয়, ‘জামিলুর রেজা চৌধুরী একজন অসাধারণ মানুষ। যেকোনো কঠিন বিষয়কে তিনি দ্রুত হৃদয়ঙ্গম করে তার উপর অত্যন্ত সুন্দর পরামর্শ দিতে পারতেন। স্থাপত্য বিষয়ে তাঁর জ্ঞানের গভীরতা অতুলনীয়।’
‘ব্যক্তিগত জীবনে তাঁর সততা প্রশ্নাতীত। যে কোনো দেশের জন্য তিনি সর্বোচ্চ ব্যক্তিদের একজন হতে পারতেন। আমাদের পরম দুর্ভাগ্য যে এরকম একজন লোক আমরা আজ হারালাম।’
‘আমার দুঃখ আমি আমার একজন নিকটতম বন্ধুকে হারালাম। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার নেই। মহান আল্লাহ তাঁকে চির শান্তিতে রাখুন।’
আরও পড়ুন:
Comments