উমর আকমল এখন আনুষ্ঠানিকভাবেই নির্বোধ: রমিজ রাজা
মাঠের পারফরম্যান্সের জন্য যতটা, তারচেয়ে মাঠের বাইরের পারফরম্যান্সের জন্য আলোচনায় থেকেছেন পাকিস্তানের উমর আকমল। জুয়াড়ির প্রস্তাব গোপন করে ৩ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর এই ক্রিকেটারের উপর বেজায় ক্ষেপেছেন সাবেক অধিনায়ক রমিজ রাজা। উমরকে ‘আনুষ্ঠানিকভাবে নির্বোধ’ তকমা দিয়েছেন তিনি।
পিসিএল শুরুর আগে জুয়াড়িদের প্রস্তাব গোপন করার দায়ে সোমবার উমরকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই নিষেধাজ্ঞার পর পরই সাবেক ক্রিকেটাররা জানিয়েছেন প্রতিক্রিয়া। নিজের স্বীকৃত টুইটারে ক্রিকেটের পর ধারাভাষ্যকার হিসেবেও খ্যাতি পাওয়া রমিজ দেন কড়া প্রতিক্রিয়া, ‘ তাহলে এখন উমর আকমল আনুষ্ঠানিকভাবেই নির্বোধদের তালিকায় ঢুকে গেল। নিষিদ্ধ হলো ৩ বছরের জন্য। প্রতিভার কি নিদারুণ অপচয়! ম্যাচ পাতানোর বিরুদ্ধে পাকিস্তানের কঠোর আইন করার এখনি সময়।’
রমিজ রাজার দাবি, কেবল নিষিদ্ধ না এদের জেলেও পাঠাতে হবে।
গত ২০ মার্চ উমরের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে পিসিবি। পরে গত ২০ ফেব্রুয়ারি থেকে তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করা হয়। তবে পিসিবির আনা অভিযোগের বিপক্ষে লড়াই করেননি তিনি। তাই আর আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন পড়েনি।
এছাড়া একটি ম্যাচে দুটি বল ছেড়ে দেয়ার জন্য বাজিকরদের কাছ থেকে ২ লাখ ডলারের প্রস্তাব পেয়েছিলেন উমর। ভারতের বিপক্ষেও একটি ম্যাচ ছেড়ে দেয়ার জন্য প্রস্তাব আসে তার কাছে। এমনকি বিশ্বকাপেও ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। তবে তখন এ ব্যাপারে অ্যান্টি করাপশন ইউনিটের (আকু) কাছে কিছু জানিয়েছেন কি-না সে ব্যাপারে কিছু বলেননি।
জুয়াড়ির প্রস্তাব গোপন করলে কড়া শাস্তির বিধান আছে আইসিসিতে। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান তিন তিনবার জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ হন।
Comments