অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ মঙ্গলবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী আজ ভোরে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
স্কয়ার হাসপাতালের কর্মকর্তা মোর্শেদ আলম জানান, অধ্যাপক চৌধুরীকে ভোর সাড়ে ৪টায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং পর্যবেক্ষণে থাকাকালীন জরুরি বিভাগেই ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ছিলেন এ দেশের একজন শীর্ষস্থানীয় সিভিল ইঞ্জিনিয়ার, অধ্যাপক, গবেষক এবং শিক্ষাবিদ।
আরও পড়ুন:
Comments