ঠাকুরগাঁওয়ে বাবা-ছেলেসহ করোনায় আক্রান্ত আরও ৬
ঠাকুরগাঁওয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও রংপুর ফেরত বাবা-ছেলেসহ ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদের মধ্যে নারায়ণগঞ্জ থেকে বাড়ীতে এসেছেন হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তি ও তার ২৪ বছর বয়সী ছেলে এবং তারবাগান গ্রামের ১৯ বছর বয়সী অপর এক তরুণ। ঢাকার মিরপুর থেকে ফিরেছেন পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নের খেরপাড়া গ্রামের ১৯ বছর বয়সী এক তরুণ ও চন্দরিয়া আমীরপাড়া গ্রামের ২৫ বছর বয়সী যুবক। রংপুর থেকে ফিরেছেন বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের ২৪ বছরের এক যুবক।
আক্রান্তদের গ্রাম রাতেই লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
জেলা সিভিল সার্জন বলেন, ‘নারায়ণগঞ্জ, ঢাকার মিরপুর ও রংপুর থেকে ফেরত ছয় জনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। খবর পেয়ে ২১ এপ্রিল তাদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে সেগুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা শেষে ওই ছয় জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
সিভিল সার্জন আরও জানান, জেলায় মোট ৫২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য রংপুরে পাঠানো হয়েছে এবং ৩৪২ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১৪ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ।
জেলায় মোট সনাক্ত হওয়া করোনা রোগীর মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার একজন, হরিপুর উপজেলার ছয় জন, রাণীশংকৈল উপজেলার দুজন, পীরগঞ্জ উপজেলার তিন জন ও বালিয়াডাঙ্গী উপজেলায় দুজন।
এদের মধ্যে পীরগঞ্জ ও হরিপুর উপজেলার একজন করে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Comments