পাবনায় চিকিৎসক-নার্সসহ আরও ৬ করোনা রোগী শনাক্ত
পাবনায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও ছয় জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত আট জনকে শনাক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
তিনি জানান, আজ সকালে আইইডিসিআর থেকে বিষয়টি জানানো হয়েছে। ছয় জনের মধ্যে তিন জন পাবনা সদর, দুই জন ভাঙ্গুড়া ও একজন চাটমোহর উপজেলার। তাদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স, একজন ল্যাব টেশনিশিয়ান ও একজন সংস্কৃতিকর্মী রয়েছেন।
তিনি আরও জানান, আক্রান্ত রোগীদের বাড়ির এলাকায় তাদের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, গত ২১ এপ্রিল পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নারায়ণগঞ্জফেরত এক রোগী তথ্য গোপন করে ভর্তি হন। পরবর্তীতে ঢাকায় ওই রোগীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসলে তার সংস্পর্শে যাওয়া সব স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। আজ সকালে একজন ইন্টার্ন চিকিৎসক ও সিনিয়র নার্সের ফল পজিটিভ আসায় এই দুই জনের সংস্পর্শে যাওয়া সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
তিনি জানান, আক্রান্ত রোগীদের মধ্যে প্রাথমিক লক্ষণ রয়েছে। আপাতত তাদের বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। প্রয়োজন হলে পরবর্তীতে করোনা রোগের জন্য নির্ধারিত পাবনা কমিউনিটি হাসপাতালে পাঠানো হবে।
Comments