এবার চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত সব পণ্যের কন্টেইনারের ভাড়া মওকুফের ঘোষণা
তীব্র কন্টেইনার জট কমাতে শুধুমাত্র তৈরি পোশাক কারখানার আমদানি করা কন্টেইনার নয়, এবার আমদানিকৃত সব পণ্যের কন্টেইনার বন্দরে রাখার ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
বন্দর কর্তৃপক্ষের পরিবহন বিভাগ থেকে গতকাল শুধুমাত্র তৈরি পোশাক কারখানার আমদানি করা কন্টেইনার বন্দরে রাখার ভাড়া আগামী ৪ মে পর্যন্ত শতভাগ মওকুফের ঘোষণা দেওয়ার পর আজ মঙ্গলবার নতুন এই ঘোষণা দেওয়া হয়।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় গত মাস থেকে শুরু হওয়া সাধারণ ছুটির সময় যতগুলো কন্টেইনার বন্দরে এসেছে, সবগুলো আমদানি পণ্যের কন্টেইনার আগামী ৪ মের মধ্যে নিয়ে যাওয়ার শর্তে স্টোর ভাড়া শতভাগ মওকুফ করার সিদ্ধান্ত আমরা নিয়েছি।’
এই সিদ্ধান্তের ফলে বন্দরে কন্টেইনার জট দ্রুত কমে যাবে বলে আশা করেন তিনি।
আরও পড়ুন:
জট কমাতে আবারও কন্টেইনার ভাড়া মওকুফের ঘোষণা চট্টগ্রাম বন্দরের
Comments