করোনার উপসর্গ ভাইয়ের, আক্রান্ত বোন
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে ৩৫ বছর বয়সি এক নারীর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। তবে ঢাকা থেকে করোনা উপসর্গ নিয়ে যাওয়া তার ভাইয়ের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
আজ মঙ্গলবার বিকেলে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পরিবারের সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঢাকা থেকে জ্বর- সর্দি-কাশি নিয়ে বাড়িতে ফেরেন আক্রান্তের ছোট ভাই। গেল ২৪ এপ্রিল ঢাকা ফেরত যুবকসহ তার পরিবারের কয়েকজনের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য বিভাগের লোকজন।
আজ বিকালে রংপুর মেডিকেল কলেজে কোভিড-১৯ টেস্ট পিসিআর ল্যাবের পাঠানো পরীক্ষার ফলে ঢাকা ফেরত যুবকের করোনা শনাক্ত হয়নি। তবে তার বড় বোনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানান, করোনা আক্রান্তের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
Comments