জামালপুরে সিভিল সার্জনসহ ২৬ চিকিৎসাকর্মী করোনা আক্রান্ত
জামালপুরের সিভিল সার্জনসহ জেলায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত মোট ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ১০ চিকিৎসক, দুই নার্স ও ১৪ স্বাস্থ্যকর্মী। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৭।
আজ মঙ্গলবার সন্ধ্যায় জামালপুরের সহকারী সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিভিল সার্জন ও জামালপুর জেনারেল হাসপাতালের দুই চিকিৎসকের আজ করোনা শনাক্ত হয়েছে। আর, গতকাল পর্যন্ত আক্রান্ত ছিলেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই মেডিকেল অফিসার, জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসকসহ দুইজন, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক ও মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসার। এদের মধ্যে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী মেডিকেল অফিসার সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানান তিনি।
করোনা শনাক্তের পর, আক্রান্ত চিকিৎসকেরা বাড়িতে আইসোলেশনে থাকছেন বলে জানান তিনি। তবে, করোনা শনাক্ত হওয়া জেলার অন্যরা জামালপুর শহরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত আইসোলেশন সেন্টারে রয়েছেন।
তিনি আরও জানান, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে চার জন সুস্থ হয়েছেন।
Comments