করোনা: মৃত্যু ২ লাখ ১৭ হাজার, আক্রান্ত ৩১ লাখের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ১৭ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩১ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে নয় লাখ মানুষ।
সিঙ্গাপুরে এক অভিবাসী শ্রমিককে অ্যাম্বুল্যান্সে তুলছেন স্বাস্থ্যকর্মীরা। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ১৭ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩১ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে নয় লাখ মানুষ।

আজ বুধবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ১৬ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ২ লাখ ১৭ হাজার ১৬৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯ লাখ ২৮ হাজার ৬৫৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১২ হাজার ৫৮৩ জন এবং মারা গেছেন ৫৮ হাজার ৩৫৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৩৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ১২৮ জন এবং মারা গেছেন ২৩ হাজার ৮২২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯০৩ জন।

যুক্তরাষ্ট্রে পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের আরেক দেশ ইতালিতে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৭ হাজার ৩৫৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ১ হাজার ৫০৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৯৪১ জন।

এ ছাড়া, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫৩ জন, মারা গেছেন ২৩ হাজার ৬৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৭৭৫ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯১২ জন, মারা গেছেন ৬ হাজার ৩১৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪০০ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৫০ জন, মারা গেছেন ২১ হাজার ৭৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৮১৩ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৮৪ জন, মারা গেছেন ৫ হাজার ৮৭৭ জন এবং সুস্থ হয়েছেন ৭২ হাজার ৪৩৯ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৫৩ জন, মারা গেছেন ২ হাজার ৯৯২ জন এবং সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৮০৯ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৯৪০ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৪২২ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৬ হাজার ৪৬২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১৫৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৩৯ জন।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

8h ago