সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু করোনায়

হুমায়ুন কবির খোকন। ছবিটি তার ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া

ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবির খোকন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গত রাতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদ জানান, মৃতের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল। আজ বিকেল পৌনে চারটার দিকে আসা রিপোর্ট থেকে নিশ্চিত হওয়া যায় যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট ও কাশির উপসর্গ নিয়ে হুমায়ুনকে গতকাল সন্ধ্যা সাতটার দিকে রিজেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তিনি অচেতন ছিলেন। পৌনে ১০টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়।

দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার ছিলেন হুমায়ুন কবির খোকন। স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন তিনি। তার মৃত্যুতে মন্ত্রী, রাজনৈতিক ও সাংবাদিক নেতারা শোক জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Israel says conducted 'extensive strikes' in Iran's west

Israel and Iran attacked each other for a fifth straight day on Tuesday

2h ago