রূপগঞ্জে করোনা শনাক্তে বেসরকারি পিসিআর ল্যাব উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনা পরীক্ষায় দেশের প্রথম বেসরকারি পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনা পরীক্ষায় প্রথম বেসরকারি পিসিআর ল্যাব উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। আজ বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রূপগঞ্জের কেন্দুয়া এলাকায় বেস্টওয়ে সিটির সাইড অফিসে এই ল্যাব উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ল্যাবের অর্থায়নে ছিল গাজী গ্রুপ ও সহযোগিতায় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনা ঝুঁকিতে দেশের গুরুত্বপূর্ণ অঞ্চল নারায়ণগঞ্জে প্রথম বেসরকারি পিসিআর ল্যাব স্থাপনে গাজী গ্রুপকে ধন্যবাদ। এতে করে ভোগান্তি ছাড়াই নারায়ণগঞ্জে আক্রান্ত ব্যক্তিরা তাদের পরীক্ষা এখান থেকে করতে পারবেন। ফলে রিপোর্ট দেখে  দ্রুত চিকিৎসা সেবা নিতে পারবেন।’

রূপগঞ্জ পিসিআর ল্যাবের ইনচার্জ ও ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রোকসানা রায়হান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আইইসিডিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব শর্ত পূরণ করে পিসিআর ল্যাবটি স্থাপন করা হয়েছে। এখানে দুইজন ভাইরোলজিস্ট, তিন জন চিকিৎসক ও দুই জন টেকনোলজিস্ট আছেন। ল্যাবে দিনে ৯০ থেকে ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। লোকবল বাড়ানো হলে দিনে ১৮০ থেকে ২০০টি পরীক্ষা করা যাবে। একসঙ্গে ৯০টি নমুনা পাওয়া গেলে ৬ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া সম্ভব। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত নমুনা সংগ্রহ করে রিপোর্ট আমাদের কাছে পৌঁছাবে সন্ধ্যায়। যেহেতু রাতে কাজ করার সুবিধা এখন নেই তাই পরদিন দুপুরের মধ্যে রিপোর্ট দেওয়া হবে। কিন্তু যদি রাতের সুবিধা হয় তখন নমুনা পাওয়ার ৬ ঘণ্টার মধ্যেই রিপোর্ট দেওয়া যাবে।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে সংগ্রহ করা সব নমুনা এখানে পরীক্ষা করা হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেসব নমুনা পরীক্ষার জন্য দেওয়া হবে সেটাই পরীক্ষা করা হবে। এক্ষেত্রে নারায়ণগঞ্জের আশে পাশে জেলার নমুনাও পরীক্ষা করা হতে পারে।’

তিনি আরো জানান, ‘এখানে আজকে নমুনা জমা দিলে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে। ফলে কোভিড-১৯ পজেটিভ হলে দ্রæত ব্যবস্থা সহ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবেন।’

গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপক গাজী গোলাম মর্তূজা পাপ্পা সাংবাদিকদের জানান, গত ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ পরীক্ষার জন্য ল্যাব স্থাপনের অনুমোদন দেন।

 

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Only experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

9m ago