নারায়ণগঞ্জে র‍্যাবের ১৭ সদস্য করোনা আক্রান্ত, আইসোলেশনে ৩৯

নারায়ণগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ১৭ জন সদস্যের করোনা শনাক্ত হয়েছে। উপপরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, দুই সহকারী পরিচালক, সৈনিকসহ ৩৯ সদস্য আইসোলেশনে আছেন।

আজ বুধবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘র‌্যাব সদস্যদের মধ্যে উপসর্গ দেখা দিলেই হোম কোয়ারেন্টিন ও আইসোলেশনে রাখা হচ্ছে। এ মুহূর্তে র‌্যাবের ৩৯ জন সদস্য আইসোলেশনে আছেন। তাদের মধ্যে ১৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি।’

তিনি আরো বলেন, ‘আমার সহকর্মীরা আক্রান্ত হচ্ছেন তাই আমিও নমুনা পরীক্ষা করিয়েছি। আমার রিপোর্টে নেগেটিভ এসেছে।’

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, ‘আক্রান্তদের মধ্যে করোনার কোনও উপসর্গ ছিল না। মূলত র‌্যাবের সদস্যরা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গিয়েছেন। ফলে র‌্যাবের কেউ যদি আক্রান্ত হন, তার থেকে যেন অন্যদের মধ্যে ছড়াতে না পারে সেজন্য নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত র‌্যাব-১১ এর ২১১ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯০ জনের রিপোর্ট এসেছে। তার মধ্যে ১৭ জনের কোভিড-১৯ পজেটিভ আর অন্যদের নেগেটিভ এসেছে। এখনও পর্যন্ত ১২১ জনের রিপোর্ট আসেনি।’

 

Comments

The Daily Star  | English

Yunus-Tarique meeting begins

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairman to The Dorchester Hotel

22m ago