কোহলিদের দেখে শিখতে ভাইকে পরামর্শ কামরানের

জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমলকে ভুল থেকে শিক্ষা নিতে পরামর্শ দিয়েছেন তারই বড় ভাই আরেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল। বিতর্ক এড়িয়ে বড় ক্রিকেটার হতে বিরাট কোহলি এবং তাদের জ্ঞাতি ভাই বাবর আজমের উদাহরণ দিয়েছেন কামরান। আদর্শ হিসেবে শচীন টেন্ডুলকারকে অনুসরণ করার কথাও বলেছেন কামরান।
kamran akmal and umar akmal
ফাইল ছবি (এএফপি)

জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমলকে ভুল থেকে শিক্ষা নিতে পরামর্শ দিয়েছেন তারই বড় ভাই আরেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল। বিতর্ক এড়িয়ে বড় ক্রিকেটার হতে বিরাট কোহলি এবং তাদের জ্ঞাতি ভাই বাবর আজমের উদাহরণ দিয়েছেন কামরান। আদর্শ হিসেবে শচীন টেন্ডুলকারকে অনুসরণ করার কথাও বলেছেন কামরান। 

আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করায় গত সোমবার উমরকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দোষ স্বীকার করেও অনুতপ্ত না হওয়ায় কড়া সাজা পান তিনি। দারুণ প্রতিভা নিয়ে ক্রিকেটে এলেও নানান বিতর্কে বারবার হোঁচট খেয়েছে উমরের ক্যারিয়ার। মাঠের বাইরে বেপরোয়া আচরণের জন্য প্রায়ই সমালোচনায় পড়তেন ২৯ পেরুনো এই ব্যাটসম্যান।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আকমল পরিবারের তিন ভাই কামরান, আদনান ও উমর। তাদের আপন চাচাত ভাই বাবর আজম এখন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান।

ভাইদের মধ্যে সবার আগে পাকিস্তানের হয়ে খেলা সবচেয়ে বড় কামরান নিষিদ্ধ হওয়া ছোটভাই উমরকে দিয়েছেন পরামর্শ, এই ঘটনার পর একটি চ্যাট শোতে হাজির হয়ে শোধরানোর আহবান করেন তিনি,  ‘আমি উমরকে পরামর্শ দিব, তোমাকে আরও শিক্ষা নিতে হবে। একটা ভুল করলে সেখান থেকে শিক্ষা নিতে হয়। বয়স কম, জীবনে অনেক কিছু থাকে যা মনকে এলোমেলো করে দেয়।’

উদ্ধত আচরণ বদলে খেলায় মন দিতে কোহলির উদাহরণ টানেন ৫৩ টেস্ট, ১৫৭ ওয়ানডে আর ৫৮ টি-টোয়েন্টি খেলা কামরান,  ‘বিরাট কোহলির কাছ থেকে ওর শিক্ষা নেওয়া উচিত। আইপিএলে একসময় অন্যরকম বিরাটকে দেখা যেত। কিন্তু পরে সে নিজেকে বদলেছে। বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হয়ে উঠেছে।’

বাবরের কথা বলে কামরান দেখিয়েছেন সুন্দর আচরণ রেখে বড় ক্রিকেটার হওয়ার উদাহরণ আছে তাদের বৃহত্তর পরিবারে। সাবেক এই কিপার ব্যাটসম্যান বিতর্ক এড়াতে আদর্শ হিসেবে টেনেছেন শচীনের কথাও,   ‘আরও উদাহরণ আছে। যেমন বাবর আজম। যে বিশ্বের সেরা তিন ব্যাটসম্যানের একজন হয়ে গেছে। ধোনির কথা বলতে পারি। কীভাবে ও দলকে নেতৃত্ব দিত। শচীন নিজেকে সব সময় বিতর্ক থেকে দূরে রেখেছেন। এরকম উদাহরণ আমাদের সামনে। এদের থেকে আমাদের শেখার আছে অনেক। এরা খেলাটাতে জোর দেয়। মাঠের বাইরে তাদের আচরণ, ভক্তদের সঙ্গে ব্যবহার দারুণ।’

 

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

8h ago