ইউটিউবে পিসিবির সমালোচনা করে মামলা খেলেন শোয়েব
নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিতই সরব সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আকতার। পুরনো খেলা নিয়ে আলোচনার পাশাপাশি একে-তাকে নিয়ে সমালোচনা, চাঁছাছোলা মন্তব্য আর বিতর্ক উস্কে দিতেও জুড়ি নেই তার। উমর আকমলের নিষিদ্ধের ঘটনায় পিসিবির আইন উপদেষ্টা তোফাজ্জল রিজভিকে নিয়েও কড়া সমালোচনা করেছিলেন তিনি। আর এতে তার বিরুদ্ধে করা হয়েছে মানহানি ও ফৌজদারি মামলা।
পিসিবির সিনিয়র আইনি উপদেষ্টা রিজভি জানিয়েছেন, তিনি মানহানি ও ফৌজদারি ধারায় শোয়েব আকতারের বিরুদ্ধে মামলা রজু করেছেন। সাইবার অপরাধ আমলে নিয়ে শোয়েবের শাস্তি চেয়েছেন তিনি।
দুর্নীতির আইন ভঙ্গ করায় উমর আকমলকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি। এরপর নিজের ইউটিউব চ্যানেলে পিসিবিকে সমালোচনা করেন সাবেক এই পেসার, ‘কেবল রিপোর্ট না করায় ৩ বছরের শাস্তি কি ঠিক হয়েছে? বলতেই হচ্ছে পিসিবির আইন বিভাগ একদম অযোগ্য ও অকাজের ঢেঁকি। বিশেষ করে তোফাজ্জল রিজভি লোকটা, সে কোথা থেকে এসেছে জানি না। বড় যোগাযোগ থাকায় ১০-১৫ বছর থেকে পিসিবিতে আছে। আর মাশাল্লাহ এমন কোন মামলা নেই যে সে হারে। আমার মনে হয় চেয়ারম্যানের উপরেও গিয়েও অপদার্থ লোকটা এসব করে। ’
শোয়েবের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি আলোচনা হচ্ছিল পাকিস্তানের ক্রিকেটে। এরমধ্যে শোয়েবের বিরুদ্ধে মামলা করে বিবৃতি দিয়েছে পিসিবি আইন বিভাগ, ‘আইনি বিষয় নিয়ে মন্তব্য করতে শোয়েব আকতারের সতর্ক থাকা উচিত ছিল।
‘শোয়েব যে ভাষায় কথা বলেছেন তা অসম্মানজনক ও অসত্য। কোন সভ্য সমাজের ভাষা নয় তা।’
দুর্নীতির প্রস্তাব পেয়ে তা গোপন করার দায়ে উমরকে এ নিষেধাজ্ঞা দেয় পিসিবি। সর্বশেষ পিএসএল শুরুর আগে এ প্রস্তাব পেয়েছিলেন তিনি। পিসিবি জানায় অভিযোগ স্বীকার করলেও অনুতপ্ত না হওয়ায় কড়া শাস্তি পান উমর।
Comments