খাবারের দাবিতে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ
খাবারের দাবিতে আজ যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শতশত কর্মহীন মানুষ। যশোর সদর উপজেলার চাউলিয়া গেট এলাকায় সকাল ১০টা থেকে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ চলেছে।
বিক্ষোভকারীদের একজন বলেন, ‘আমরা ছোট খাটো কাজ করে দিন আনি দিন খাই। লকডাউনের কারণে কাজ করতে পারছি না। বাড়িতে খাবার চাল নেই। আমরা কোনো সরকারি সাহায্যও পাইনি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’
দুই ঘণ্টা বিক্ষোভের পর যশোর থেকে তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি টিম এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে নরেনদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলীকে ত্রাণের ব্যবস্থা করে দিতে বলেন। আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা বাড়ি ফিরে যান।
ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলীর জানান, আমার ইউনিয়নে কর্মহীন মানুষের জন্য ১১ টন চাল পেয়েছি। নয়টি ওয়ার্ডে ভাগ করে প্রতি ওয়ার্ডে ১২২টি পরিবারকে এই চাল দেওয়া হয়েছে। যারা আন্দোলন করছেন ত্রাণের জন্য তাদের তালিকা করা হয়েছে।
Comments