হবিগঞ্জে ৫২ করোনা আক্রান্তের ৫১ জনেরই উপসর্গ নেই

হবিগঞ্জে করোনা আক্রান্ত ৫২ জনের মধ্যে ৫১ জনেরই কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোকলেসুর রহমান।
হবিগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জে করোনা আক্রান্ত ৫২ জনের মধ্যে ৫১ জনেরই কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোকলেসুর রহমান।

তিনি জানান, জেলায় স্বাস্থকর্মীসহ নতুন করে আরও ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ১৮ দিনে করোনায় আক্রান্ত হলেন ৫২ জন। তবে তাদের মধ্যে ৫১ জনেরই উপসর্গ না থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ জানান তিনি।

হবিগঞ্জ সিভিল সার্জন অফিস ও জেলা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বিকেল পর্যন্ত যে ৪ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। তারা হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার বাসিন্দা।

জেলায় করোনা আক্রান্তদের মধ্যে প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও স্বাস্থ্য বিভাগের ৩ জন চিকিৎসক, ২ জন নার্সসহ ১৭ কর্মচারী রয়েছেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীমা জানান, এখন পর্যন্ত সব রোগীরই অবস্থা ভাল।

তিনি জানান, সদর হাসপাতালের চিকিৎসক নার্সসহ কয়েকজন কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালের সাধারণ সেবা ৭ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালটিকে জীবাণুমুক্তকরণের কাজ চলছে।

করোনা আক্রান্ত হয়ে চুনারুঘাটের চা শ্রমিকের পাঁচ বছরের শিশু গত ২৫ এপ্রিল মারা যায়।

জেলা প্রশাসন সূত্র জানায়, এই পর্যন্ত আইসোলেশনে আছেন ২৬ জন,  প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১০ জন ও হোম কোয়ারেন্টিনে আছেন ২৩১২ জন।



 

 

Comments

The Daily Star  | English

Dengue: 5 die, 534 hospitalised today

Among the fatalities, two were reported in Dhaka city, two in Chattogram division, and one in Khulna division.

29m ago