আগামীকাল থেকে চালু হচ্ছে তিনটি বিশেষ পার্সেল ট্রেন
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আগামীকাল শুক্রবার থেকে সবজি, ফল, ও খাদ্যপণ্য পরিবহনে তিনটি বিশেষ পার্সেল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসব ট্রেন প্রতিদিন ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–জামালপুর রেলপথে এবং সপ্তাহে তিনদিন ঢাকা–যশোর রেলপথে চলবে।
করোনাভাইরাস মহমারি মোকাবিলায় গত ২৪ মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ে সব ধরনের যাত্রী পরিষেবা বন্ধ রেখেছে। তবে, তারা যাত্রী পরিষেবা আবারও চালুর জন্য প্রস্তুতি নিচ্ছে।
সাধারণত যাত্রীবাহী ট্রেন দিয়ে লাগেজ ভ্যান পরিবহন করে। কিন্তু, যাত্রীবাহী ট্রেন পরিষেবা স্থগিত থাকায় কর্তৃপক্ষ এই তিনটি বিশেষ পার্সেল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Comments