আগামীকাল থেকে তিন মাস বন্ধ কাপ্তাই লেকের মাছ শিকার
রাঙামাটির কাপ্তাই লেকে সব ধরনের মাছ শিকার, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। লেকে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর মে মাসের শুরুর দিন থেকে এ নিষেধাজ্ঞা জারি হয়।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্র জানা যায়, কাপ্তাই লেকের কার্প প্রজাতির মা মাছের প্রাকৃতিক প্রজননের সময় এখন। তাই আজ মধ্যে রাত থেকে পরবর্তী তিন মাস মাছ ধরা বন্ধ থাকবে। রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা মিলে সরকারি তালিকাভুক্ত প্রায় ২২ হাজার জেলে আছেন।
বিএফডিসির রাঙামাটি ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, ‘এ বন্ধকালীন সময়ে কেউ যাতে মাছ ধরতে তা নিশ্চিত করতে একটি ভ্রাম্যমাণ দল সবসময় কাজ করবে। আর কেউ যদি এ সময় মাছ ধরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘লেকে মাছের বংশবৃদ্ধি, প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে আজ বৃহস্পতিবার (১ মে) মধ্যরাত থেকে আগামী তিনমাস এখানে মাছ ধরা ওপর নিষেধাজ্ঞা
আরোপ করা হয়েছে। মাছ শিকার বন্ধে নৌ পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত বিএফডিসির সঙ্গে কাজ করবে।’
Comments