অন্তত ৫০০ চিকিৎসক করোনায় আক্রান্ত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা অন্তত ৫০০ বলে জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

চিকিৎসকদের এই সংগঠনটির হিসাব অনুযায়ী আক্রান্ত ডাক্তারদের মধ্যে প্রায় ৩৫০ জন ঢাকায় বিভিন্ন হাসপাতালে কর্মরত অবস্থায় এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

বিডিএফ এর প্রধান প্রশাসক নিরুপম দাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডাক্তারদের সংক্রমণের হার ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সরকারের উচিত, এখনই চিকিৎসকদের মধ্যে সংক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।’

সংগঠনটির হিসাব অনুযায়ী, কোভিড-১৯ সংক্রমিতদের সংস্পর্শে আসা ছয় থেকে সাত শ চিকিৎসক এখন কোয়ারেন্টিনে রয়েছেন।  

বাংলাদেশে ডাক্তার ও চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতিদিনই করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে সিলেটে ডা. মঈন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৬৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৬৬৭ জন। সেই সঙ্গে পাঁচ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮।

Comments

The Daily Star  | English

Police grapple with surge in crime

Data from the Police Headquarters presents a grim picture of violent crimes, including murder, mugging, robbery, extortion, and mob violence, in the first six months of 2025.

17h ago