দৌলতদিয়ায় বিআইডব্লিউটিসির আরও ৩ কর্মী করোনা আক্রান্ত

রাজবাড়ীর দৌলতদিয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর আরও তিন কর্মীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিআইডব্লিউটিসির পাঁচ কর্মী করোনা আক্রান্ত হলেন।

রাজবাড়ীর দৌলতদিয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর আরও তিন কর্মীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিআইডব্লিউটিসির পাঁচ কর্মী করোনা আক্রান্ত হলেন।

আজ বৃহস্পতিবার রাজাবাড়ী সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে।

আক্রান্তদের রাজবাড়ী ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, গত ২৬ এপ্রিল বিআইডব্লিউটিসির দুই কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়। পরদিনই  দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির ২০ জন কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে ঢাকার আইসিডিডিআর,বি-তে পাঠানো হয়। আজ ওই ২০ জনের প্রতিবেদনের মধ্যে তিন জনের করোনা পজিটিভ আসে।

রাজবাড়ী সিভিল সার্জন মো. নূরুল ইসলাম বলেন, জেলায় এ পর্যন্ত ৬৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন গোয়ালন্দের, ছয় জন সদরের এবং বালিয়াকান্দি ও পাংশা উপজেলার একজন করে আছেন। আক্রান্তদের মধ্যে ছয় জন সুস্থ হয়ে বাড়ি গেছেন।

 

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

Now