বান্দরবানে মা ও ২ সন্তান করোনা আক্রান্ত
বান্দারবানের দুর্গম নাইক্ষ্যংছড়িতে মা ও দুই সন্তানের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. এ জেড এম সেলিম। আক্রান্তদের একজনের বয়স পাঁচ বছর।
তিনি বলেন, গতকাল বুধবার তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
‘হাসপাতাল কর্তৃপক্ষ আজ সন্ধ্যায় আমাদের নিশ্চিত করে মা, শিশুসহ একই পরিবারের তিন জন করোনায় আক্রান্ত’, বলেন ড. সেলিম।
তিনি বলেন, ‘ওই পরিবারের এক আত্মীয়ের নমুনা পরীক্ষায় গত ২৬ এপ্রিল করোনা পজেটিভ আসায়, পরিবারের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, করোনা শনাক্তের পর ওই এলাকার ১৭টি বাড়ি লকডাউন করা হয়েছে।’
বান্দরবানের সিভিল সার্জন ড. অং শৈ মারমা জানান, ‘বান্দারবানে এখন পর্যন্ত আট জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৯ বছর বয়সী একজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।’
Comments