কক্সবাজারে প্রথম করোনা রোগীর মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের রামুতে এক নারী মারা গেছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। কক্সবাজার জেলায় করোনাভাইরাসে আত্রুান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা: শাহীন মোহাম্মদ আবদির রহমান চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল করোনার উপসর্গ নিয়ে ওই নারী জেলা সদর হাসপাতালে ভর্তি হন। এরপরে গতকালই তার নমুনা সংগ্রহ করা হয়। আজ কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে তার রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানিয়েছেন, করোনায় মারা যাওয়া নারীর দাফন সম্পন্ন করার জন্য বাংলদেশ ইসলামিক ফাউন্ডেশনের কক্সবাজারের দাফন টিমকে খবর দেওয়া হয়েছে
Comments