যশোরে জব্দকৃত ৪ টন চাল ফেরত দিল গোয়েন্দা পুলিশ
যশোরে জব্দকৃত চার টন চাল ফেরত দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। আদালতের নির্দেশে এই চাল ফেরত দেওয়া হয়েছে।
গতকাল আদালতের নির্দেশ পেয়ে আজ শুক্রবার দুপুরে চাল ফেরত দেওয়া হয়। এর আগে, জব্দকৃত চালসহ আটক রাকিব হাসান শাওন ও হাসিবুল হাসান নামে দুই ব্যক্তিকে জামিন দেয় আদালত।
গত ৭ এপ্রিল বিকালে সদর উপজেলার শানতলা এলাকার একটি গোডাউন থেকে চালসহ ওই দুই জনকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মজুদের সময় শহরতলীর শানতলা এলাকার একটি গোডাউন থেকে ওই জাল জব্দ করা হয়। অভিযানের জেলা প্রশাসন, গোয়েন্দা পুলিশ, কোতোয়ালি পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম অংশ নেয়।’
তিনি আরও বলেন, ‘আটককৃতরা সেসময় চালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে এ ঘটনায় মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়। আদালত থেকে রাকিব ও হাসিবুল জামিন পায়। বৃহস্পতিবার জব্দকৃত চাল ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। সে নির্দেশ পেয়ে আমরা চাল ফেরত দিয়েছি। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।’
Comments