ফরিদগঞ্জ থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে আটক ২
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিবের বিরুদ্ধে ভুয়া আইডি দিয়ে ফেসবুকে আপত্তিকর তথ্য পোস্ট ও অপপ্রচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ থানার ওসি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ও পুরো ঘটনার ব্যাখ্যা দেন।
তিনি জানান, গত ২৯ এপ্রিল ফেসবুকে তার বিরুদ্ধে ত্রাণ দেওয়ার নামে উপজেলার ৮নং পাইকপাড়ের এক নারীকে ধর্ষণের অপপ্রচার চালানো হয়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পরে চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একইসঙ্গে ফরিদগঞ্জ থানা পুলিশ ও চাঁদপুর ডিবি পুলিশ পৃথকভাবে তদন্ত শুরু করে। তদন্ত কমিটি ঘটনা স্থলে গিয়ে কথিত ওই নারীর সন্ধান পায়নি। পরবর্তীতে তারা ফেসবুক আইডি নিয়ে তদন্ত করে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া গ্রামের এক কলেজ শিক্ষার্থীকে আটক করে। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার ব্যবহৃত মুঠো ফোন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ডিভাইস জব্দ করা হয়।
এ সময় তিনি প্রাথমিক স্বীকারোক্তিতে জানান, তার ভুয়া আইডি থেকে ফরিদগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মিথ্যা তথ্য পোস্ট করে অপপ্রচার চালানো হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী এ ঘটনায় প্ররোচণার অভিযোগে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আরেক জনকে আটক করে পুলিশ।
বিষয়টি নিয়ে আজ শুক্রবার ফরিদগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
Comments