কুড়িগ্রামে এক দিনে ৭ জনের করোনা শনাক্ত

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় (এক দিন) আরও সাত জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ জনে পৌঁছাল।

আজ শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, সাত জনের মধ্যে রাজারহাটে তিন জন, সদরে দুই জন, চিলমারী ও উলিপুরে এক জন করে আছেন। নতুন শনাক্তদের সকলে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা ফেরত।

আক্রান্তের মধ্যে চিলমারী ও উলিপুরে দুই জন হোম আইসোলেশনে এবং বাকিরা সদর হাসপাতাল ও সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

51m ago