করোনাভাইরাস

বিশ্বের উচিত দক্ষিণ কোরিয়াকে অনুসরণ করা: জাতিসংঘ মহাসচিব

করোনাভাইরাস মোকাবিলায় সফল দক্ষিণ কোরিয়া। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পরামর্শ দিয়েছেন করোনা যুদ্ধে দেশটির পথ অনুসরণ করার।
জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। ছবি: রয়টার্স

করোনাভাইরাস মোকাবিলায় সফল দক্ষিণ কোরিয়া। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পরামর্শ দিয়েছেন করোনা যুদ্ধে দেশটির পথ অনুসরণ করার।

গতকাল শুক্রবার দ্য কোরিয়া হেরাল্ডে প্রকাশিত এক খবরে বলা হয়, আন্তোনিও গুতেরেস জানান, তিনি আশা করছেন অনেক দেশ দক্ষিণ কোরিয়ার উদাহরণ অনুসরণ করবে। তারা কোভিড-১৯ মোকাবিলা করতে ‘অত্যন্ত সফল’ হয়েছে এবং করোনাভাইরাস পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়েরও পরিকল্পনা করছে।

গুতেরেস বলেন, ‘কীভাবে দুটি কাজ এক সঙ্গে করা যায় তা দেখিয়েছে দক্ষিণ কোরিয়া।’

গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমণ হয়নি বলে উল্লেখ করে দেশটি। এই সফলতার সঙ্গে সঙ্গে গুতেরেস দক্ষিণ কোরিয়ার সবুজায়ন কর্মসূচির কথাও বলেন।

তিনি জানান, দক্ষিণ কোরিয়া নতুন কয়লাভিত্তিক প্লান্টের উপর নিষেধাজ্ঞা আনছে এবং বিদ্যমান কয়লাভিত্তিক প্লান্টগুলো থেকেও কার্বন নিঃসরণের পরিমাণ কমাবে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এটা এমন উদাহরণ, যা সবার অনুসরণ করা উচিত। তারা দৃঢ়তার সঙ্গে কোভিড-১৯ মোকাবিলা করেছে। একই সঙ্গে সবুজায়নের জন্যও প্রস্তুতি নিচ্ছে।’

আরও পড়ুন: করোনায় দক্ষিণ কোরিয়ার সাফল্য, সাহায্য চাইছে ১২১ দেশ

প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় করোনা যুদ্ধে যেভাবে সফল হচ্ছে কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিনির্ভর বিপণন বিপ্লব

পিপিই ছাড়াই করোনা পরীক্ষা, দক্ষিণ কোরিয়ার আরেক অভিনব উদ্ভাবন

দক্ষিণ কোরিয়ার ‘সিক্রেট’

Comments

The Daily Star  | English

Public won't tolerate interim govt staying for a long time: Fakhrul

Elected representatives should decide what reforms are necessary, says BNP secretary general

1h ago