সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনায় আক্রান্ত ৫ জন

মানিকগঞ্জে শনাক্ত করোনায় আক্রান্ত পাঁচ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
Manikganj_DS_Map
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জে শনাক্ত করোনায় আক্রান্ত পাঁচ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আক্রান্ত ২১ জনের মধ্যে সিংগাইরের তিন জন, হরিরামপুরের একজন ও শিবালয় উপজেলার একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত মানিকগঞ্জের মোট ৭৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৬৬৬ জনের ফলাফল পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘সিংগাইর পৌর এলাকায় তাবলিগ জামাতে আসা ফরিদপুরের তিন মুসল্লি সুস্থ হয়েছেন। প্রথমে তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। সেখানে থেকে নেওয়া হয় ঢাকার একটি হাসপাতালে। দীর্ঘ দিন চিকিৎসার পরে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’

ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘গোপলগঞ্জের মকসুদপুর থানায় কর্মরত পুলিশের কনস্টেবল করোনা উপসর্গ নিয়ে গত ৬ এপ্রিল শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। আইইডিসিআরের প্রতিবেদনে করোনায় আক্রান্ত জানা গেলে তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনিও এখন সুস্থ আছেন।’

‘গত ৭ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে এক প্রেস ব্যবসায়ী হরিরামপুর উপজেলায় তার বাড়িতে আসেন। একদিন পরে নমুনা পরীক্ষায় তিনি করোনায় আক্রান্ত বলে জানা যায়। তাকে বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। তিনিও সুস্থ হয়েছেন। সবাই সুস্থ হয়েছেন, প্রত্যেকের তিন বার করে নমুনা পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে’— বলেন তিনি।

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, ‘আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংখ্যা ১৭ থেকে বাড়িয়ে ১ শতে উন্নীত করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি জনবল বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে ৭৬ জন ডাক্তার ও ৯০ জন নার্সের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে।’

আরও পড়ুন:

সিংগাইরে করোনা রোগী, পৌর এলাকা লকডাউন

মানিকগঞ্জে করোনায় আক্রান্ত আরও ২

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago