করোনায় আক্রান্ত ৭৪১ পুলিশ সদস্য

পুলিশ সদর দপ্তর। ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ৭৪১ জন পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৩৫৬ জনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।

আজ শনিবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের ৭৪১ সদস্য। এদের মধ্যে ৩৫৬ জনই ডিএমপির। এ ছাড়া, কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন ও আইসোলেশনে আছেন ১৭৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ জন এবং মারা গেছেন পাঁচ জন।

এর আগে, গতকাল বিকাল পর্যন্ত সারাদেশে শনাক্ত পুলিশ সদস্যের সংখ্যা ছিল ৬৭৭।

Comments