করোনায় আক্রান্ত ৭৪১ পুলিশ সদস্য

পুলিশ সদর দপ্তর। ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ৭৪১ জন পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৩৫৬ জনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।

আজ শনিবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের ৭৪১ সদস্য। এদের মধ্যে ৩৫৬ জনই ডিএমপির। এ ছাড়া, কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন ও আইসোলেশনে আছেন ১৭৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ জন এবং মারা গেছেন পাঁচ জন।

এর আগে, গতকাল বিকাল পর্যন্ত সারাদেশে শনাক্ত পুলিশ সদস্যের সংখ্যা ছিল ৬৭৭।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago