খুলনায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
খুলনার দিঘলিয়া উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ডেইলি স্টারকে বলেন, ‘ডায়রিয়া, অ্যাজমা ও শ্বাসকষ্ট নিয়ে ইউসুফ আলী আজ সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন। এর এক ঘণ্টা পরে তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত কি না নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।’
Comments