পঞ্চগড়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
পঞ্চগড়ে বজ্রপাতে মুক্তা আক্তার (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পঞ্চগড় পৌরসভার পূর্ব জালাসী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ।
নিহত মুক্তা আক্তার ওই এলাকার লাল মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পঞ্চগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকালে সন্তানদের জন্য খাবার তৈরি করতে রান্না ঘরে যান মুক্তা। সে সময় বৃষ্টির সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হলে তিনি রান্নাঘরের দরজার কাছে দাঁড়ান। তখন আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
Comments