কক্সবাজারের বাঁকখালী নদী থেকে ২৭ রোহিঙ্গা উদ্ধার, ১ পাচারকারী আটক

Coxs Map
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের নুনিয়াছড়া এলাকার বাঁকখালী নদীর তীর থেকে ২৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়।

একটি সংঘবদ্ধ দালাল চক্র উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের বের করে সাগর পথে ট্রলার যোগে তাদের মালয়েশিয়া নেওয়ার কথা বলে কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকা প্যারাবনে নামিয়ে দেয় মানব পাচারকারী দালাল চক্র।

এ খবর জানার পরে ঘটনাস্থলে যায় কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ। সেখানে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ উল্লাহ।

এসআই আরিফ উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উদ্ধার হওয়া সবাই উখিয়া ক্যাম্পের পুরাতন রোহিঙ্গা। গতকাল রাতে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য উখিয়া উপকূল থেকে ট্রলারে ওঠে। রাতভর সাগরে ভাসমান থাকার পর আজ সকালে মালয়েশিয়া পৌঁছেছে বলে তাদের কক্সবাজার নুনিয়াছড়া নদীর তীরে  নামিয়ে দেওয়া হয়।’

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা এম. হায়াত ইবনে সিদ্দিক বলেন, ‘আটক দালাল ও উদ্ধার হওয়া রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি জব্দের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে। আটক দালালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Comments

The Daily Star  | English

India plane crash death toll revised to 240 after 'double-counting'

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

10h ago