কক্সবাজার কারাগারে ধারণক্ষমতার ৯ গুণ বন্দী, ৮২ কয়েদি স্থানান্তর, ৭ জনকে মুক্তি
কক্সবাজার জেলা কারাগার থেকে ৮২ জন বন্দীকে ফেনী ও লক্ষ্মীপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও সরকারের নির্বাহী আদেশে আজ শনিবার জেলা কারাগার থেকে সাত কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল ৪২ বন্দীকে ফেনী জেলা কারাগারে ও ৪০ জনকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, গত ২৩ এপ্রিল কক্সবাজার জেলা কারাগারের অভ্যন্তরে কয়েদিদের দুটি গ্রুপের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে জেল কোড অনুযায়ী তদন্ত করে ২০ জনকে ওই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়। তাদের মধ্যে শাস্তিমূলকভাবে ফেনী জেলা কারাগারে ১০ জন এবং লক্ষ্মীপুর জেলা কারাগারে ১০ জনকে পাঠানো হয়। এছাড়াও কক্সবাজার জেলা কারাগারের অভ্যন্তরে অস্বাভাবিক বন্দিজট কমাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ৬২ কয়েদিকে উল্লিখিত কারাগার দুটিতে পাঠানো হয়েছে।
৫০০ বন্দী ধারণক্ষমতার কক্সবাজার জেলা কারাগারে বর্তমানে ৪৩৫০ বন্দী অবস্থান করছেন। যা ধারণক্ষমতার ৯ গুণ বেশি। বন্দীদের মধ্যে ২৬১ জন নারী।
এদিকে, মুক্তি পাওয়া ৭ কয়েদির বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে তাদের প্রত্যেকের সাজার মেয়াদ বাকি ছিল ছয় মাসেরও কম। কক্সবাজার জেলা কারাগার থেকে ৩২৩ জন কয়েদিকে মুক্তি দেওয়ার জন্য একটি তালিকা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল।
Comments