কু‌ড়িগ্রা‌মে হাসপাতা‌লের ওয়ার্ড বয়সহ আরও ৪ জনের ক‌রোনা শনাক্ত

ছবি: সংগৃহীত

কু‌ড়িগ্রা‌মে স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের ওয়ার্ড বয়সহ আরও চার জনের ক‌রোনা শনাক্ত করা হয়েছে। আজ শনিবার জেলা সি‌ভিল সার্জন ডা.হা‌বিবুর রহমান এবং ফুলবাড়ী উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

সি‌ভিল সার্জন ডা. হা‌বিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সদর উপ‌জেলার হ‌লোখানা ইউ‌নিয়‌নে দুই জন এবং ফুলবাড়ী ও না‌গেশ্বরী উপ‌জেলায় এক জন ক‌রে মোট চার জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ জনে। ফুলবাড়ী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের ওয়ার্ড বয়কে আইসোলেশনে রে‌খে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই হাসপাতা‌লের স্বাভা‌বিক কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।’

ফুলবাড়ী উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা.শামসুন্নাহার, স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের ওয়ার্ড বয় ক‌রোনা আক্রান্ত হ‌লেও হাসপাতাল লকডাউন করা হ‌চ্ছে না। তার সঙ্গে যারা ডিউ‌টি ক‌রে‌ছে তাদের কোয়া‌রেন্টিনে পাঠা‌নো হ‌চ্ছে।

কিন্তু, নাম প্রকা‌শে অনিচ্ছুক ফুলবাড়ী স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের এক স্বাস্থ‌্য সহকারী অভিযোগ করে বলেন, ‘আক্রান্ত ওয়ার্ড বয় হাসপাতা‌লের জরুরি বিভাগসহ সবার সংস্প‌র্শে এসে‌ছি‌লেন। তার নমুনা সংগ্রহ করার পরও সে হাসপাতা‌লে নিয়‌মিত দা‌য়িত্ব পালন ক‌রে যা‌চ্ছিল। আমি নি‌জেও আত‌ঙ্কিত। কারণ, এক‌দিন আগেও ওই ওয়ার্ড বয়সহ হাসপাতা‌লে ডিউ‌টি ক‌রে‌ছি।’

ডা. শামসুন্নাহার ওই স্বাস্থ‌্য সহকারীর বক্তব‌্য স‌ঠিক নয়‌ বলে জা‌নি‌য়েছেন। তিনি ব‌লেন, ‘হাসপাতা‌লের ক‌য়েকজন স্টা‌ফের নমুনা সংগ্রহ ক‌রে‌ছি। এরমধ্যে শুধুমাত্র ওই ওয়ার্ড বয় প‌জি‌টিভ শনাক্ত হ‌য়ে‌ছেন। তার ডায়াবে‌টিকসহ উচ্চ রক্তচাপ র‌য়ে‌ছে। তা‌কে হাসপাতা‌লের আইসোলেশন ওয়া‌র্ডে রে‌খে চি‌কিৎসার ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে। এতে আত‌ঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

Comments