ময়মনসিংহে একই পরিবারের ৩ জনসহ ৫ জন করোনামুক্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একই পরিবারের তিন জনসহ করোনামুক্ত হয়েছেন পাঁচ জন। আজ শনিবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নূরুল হুদা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পরিবারটিকে করোনাভাইরাসমুক্ত ঘোষণা করা হলো, যেন গ্রামবাসী তাদের অবহেলার চোখে না দেখে।’

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ওই পরিবারের দুই নারী সদস্য নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন। কারখানা বন্ধ হলে গত ৭ এপ্রিল তারা গ্রামের বাড়িতে আসেন। এরমধ্যে এক জনের করোনা উপসর্গ দেখা দিলে গত ১১ এপ্রিল ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে। পরদিন তার করোনা শনাক্তের কথা জানানো হয়। এরপর তাকে ময়মনসিংহ এসকে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।

একইসঙ্গে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে তার দুই বোন, ফুফু ও চাচিরও করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে, ওই চার জনকে বাড়িতেই আইসোলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হয়।

এই পাঁচ জনের আরও দুই দফা করোনা পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি না পাওয়ায় আজ তাদের করোনামুক্ত ঘোষণা করা হয়।

করোনা থেকে সুস্থ হওয়ার পরে তাদের শুভেচ্ছা জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুপুরে ময়মনসিংহ এসকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ওই গার্মেন্টেস শ্রমিককে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ উপহার দেন।

Comments

The Daily Star  | English

US at war with Iran's nuclear programme, not Iran: JD Vance

Iran's top security body to decide on Hormuz closure after parliament approval

12h ago